রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের ছাত্রাবাসে ডাকাতি ও লুটপাটের প্রতিবাদে গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে তাঁর কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে হাসপাতালের ভেতরে কয়েক দফা মিছিল করেন। পর তাঁরা পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন। সঞ্চারকলিপিতে লুট হওয়া ল্যাপটপ, টাকা ও মুঠোফোন...

